আগামী ১৭ নভেম্বর ঢাকায় শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ। ২৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। এই আসরে অংশ নিতে আজ ঢাকায় এসে পৌঁছেছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত ও জাঞ্জিবার নারী কাবাডি দল।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সেই খেলার সর্বোচ্চ আন্তর্জাতিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এখন বিকেএসপিতে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এই বিশ্বকাপের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক দলের মেয়েরা। কিছুদিন আগে নেপালে গিয়ে ৫ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজও খেলে এসেছেন তারা।
এখন মাঝে বাকি আর মাত্র ২ দিন। তারপরই শুরু হবে মূল লড়াই। কাবাডি বিশ্বকাপ খেলার জন্য ঢাকায় এসেছে ভারত নারী কাবাডি দল ও জাঞ্জিবার নারী কাবাডি দল। ১৩ বছর পর এবার নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ নিয়ে সবার মধ্যে বাড়তি উৎসাহ ও উত্তেজনা কাজ করছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের সকল খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
২০১২ সালে প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেবার ভারতের পাটনায় আয়োজিত হয় বিশ্বকাপ আসরটি। কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। আসরে চ্যাম্পিয়ন হয় ভারত ও রানার্সআপ হয় ইরান। এবারও তাই ফেভারিট দল হিসেবেই আসরে অংশ নিতে এসেছে শক্তিশালী ভারতীয় নারী কাবাডি দল।
