নারী ক্রিকেটে সর্বোচ্চ গতির বল করলেন শাবনিম ইসমাইল

নারী ক্রিকেটে দ্রুতগতির বোলিংয়ের কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শাবনিম ইসমাইল। গতকাল মঙ্গলবার নারী প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি ১৩২.১ কিলোমিটার গতিতে বল করেন। নারী ক্রিকেটে গতি মাপক যন্ত্র ব্যবহার শুরুর পর এটাই সবচেয়ে দ্রুত গতির বল।

গতকাল নারী প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে শাবনিম ইসমাইল দিল্লির ব্যাটার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের বিপক্ষে এই বলটি করেন।

শাবনিম ল্যানিংয়ের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেছিলেন। আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি, তবে তার এ বলটি রেকর্ডের পাতায় স্থান করে নেয়। ১৩২.১ কিলোমিটার বেগে বলটি করেছিলেন তিনি। এ বোলিংয়ের মাধ্যমে এই প্রথম কোনো নারী ক্রিকেটার ১৩০ মাইলের সীমা অতিক্রম করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতির বলটির মালিকও শাবনিম ইসমাইল। ৩৫ বছর বয়সী এ প্রোটিয়া বোলার ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। ২০২২ সালের বিশ্বকাপেও দারুণ গতি তুলেছিলেন। সে আসরে দুইবার তিনি ১২৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শাবনিম ইসমাইল। অবসরের আগে নামের পাশে লিখিয়ে নিয়েছেন ৩১৭ উইকেট।

রেকর্ড গড়ার এ ম্যাচে অবশ্য শাবনিম ইসমাইল শেষ হাসি হাসতে পারেননি। তার দল ২৯ রানে হেরে যায়। ইসমাইল বল হাতেও সুবিধা করতে পারেননি। ৪৬ রানে ১ উইকেট পান তিনি।

Exit mobile version