বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো আইরিশ নারী দলের বিপক্ষে নিজেদের মাটিতে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে, যা শুরু হবে আগামী ২৭ নভেম্বর। এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা, এবং পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে রুচি। নারী ক্রিকেটের জন্য স্পন্সরশিপ পাওয়ার ঘটনা খুবই বিরল হলেও এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মাইলফলক অর্জন করেছে।
স্পন্সরশিপ ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, “মেয়েদের ক্রিকেটে খুব বেশি স্পন্সরশিপ পাওয়া যায়নি অতীতে। তবে এবার স্পন্সররা এগিয়ে এসেছেন, কারণ আমাদের মেয়েরা সম্প্রতি খুব ভালো পারফর্ম করছে এবং তাদের খেলা দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত হয়েছে। এই সম্ভাবনাগুলোই তাদেরকে স্পন্সর করতে আগ্রহী করেছে।”
স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়ালেট্রিজ-এর হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেন, “এই যাত্রা তো মাত্র শুরু হলো। যদি ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটের মাধ্যমে ব্র্যান্ডের প্রতিফলন ভালো হয়, তাহলে আমরা আরও স্পন্সরশিপের সুযোগ খুঁজবো।”
কেবল নারী ক্রিকেটেই নয়, সাম্প্রতিক সময়ে জাতীয় ক্রিকেট লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটেও স্পন্সরশিপ পাচ্ছে বিসিবি। রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের পর বিসিবি স্পন্সরদের সাথে যোগাযোগ ও প্রচার-প্রসারে নতুন কৌশল গ্রহণ করেছে। বিসিবি পরিচালক ফাহিম সিনহা এ প্রসঙ্গে বলেন, “আমাদের যোগাযোগ কৌশল এবং প্রচারের ধরণ পরিবর্তন করার ফলে স্পন্সররা এখন আগ্রহ দেখাচ্ছেন।”
বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই স্পন্সরশিপ প্রাপ্তি ভবিষ্যতে নারীদের ক্রিকেটের আরো বিকাশের নতুন দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।