নারী দলের দায়িত্বে থাকছেন না বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার জানিয়েছেন, তিনি আর এই দলের দায়িত্বে থাকতে চান না। সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পথে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাফুফের সঙ্গে তার এক বছরের চুক্তি শেষ হতে চলেছে, যা এলিট একাডেমির কোচ হিসেবে ছিল। সালাহউদ্দিন ও মিস কিরণের অনুরোধে তিনি নারী দলের দায়িত্ব নেন এবং সাফ জেতানোর প্রতিশ্রুতি পালন করেন। তবে নারী দলের সঙ্গে আর কাজ করার আগ্রহ নেই তার। 

বাটলার অভিযোগ করেন, কিছু মানুষ দলের বাইরে থেকে মিথ্যা তথ্য দিয়ে খেলোয়াড়দের প্ররোচিত করেছে। সিনিয়র-জুনিয়র বিতর্কের ব্যাপারে তিনি বলেন, খেলোয়াড় নির্বাচনে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলাটা খুবই হতাশাজনক। তিনি খোলাখুলিভাবে জানান, কোচ এবং খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব হওয়া উচিত নয়। এই কারণেই বাংলাদেশের নারী দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার দূরত্ব অনুভূত হয়েছে।

ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর সিনিয়র খেলোয়াড়দের চাপের অভিযোগ তিনি একেবারে মিথ্যা বলে অভিহিত করেন। তিনি জানান, দলে কাকে খেলাবেন, সেই সিদ্ধান্ত শুধুই তার নিজের। খেলোয়াড়দের সক্ষমতা এবং কৌশলগত দিক বিবেচনা করেই দল নির্বাচন করেছেন তিনি। সাবিনা খাতুনের সঙ্গে সম্পর্কের দূরত্ব সম্পর্কিত প্রশ্নে বাটলার বলেন, তার পেশাদারিত্ব এবং নীতিমালার সঙ্গে এ ধরনের সম্পর্কের কোনো স্থান নেই।

বাটলার মনে করেন, চ্যাম্পিয়ন হওয়া ছিল তার কাজের সাফল্য, যা নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি এখন বাড়ি ফিরতে প্রস্তুত।

Exit mobile version