নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আগামী ২ নভেম্বর (শনিবার) সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

গতকাল (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশের মেয়েরা, যা দেশের জন্য গৌরবের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

শিরোপা জয় নিশ্চিত করার পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নারী দলকে সংবর্ধনা দেয়া হবে। এবার সেই সংবর্ধনার নির্দিষ্ট দিন-তারিখও চূড়ান্ত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

নারী দলের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবল দলকে উৎসাহিত করতে অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে, যা দলটির কঠোর পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করবে।

গতকাল ট্রফি জয়ের পর আজ দেশে ফিরেছে নারী দল। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ছাদখোলা বাসে তাদের জন্য এক জমকালো সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে বাসে করে বাফুফে ভবনে পৌঁছে দলের সদস্যরা বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

Exit mobile version