নিউজিল্যান্ডের মেয়েদের টি-টোয়েন্টিতে বিশ্বজয়

অবশেষে বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নের খেতাব জিতল নিউজিল্যান্ডের মেয়েরা। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে তারা প্রথমবারের মতো এই শিরোপা নিজেদের ঘরে তুলেছে। এর আগে ২০০৯ ও ২০১০ সালে ফাইনালে উঠেও রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। ১৪ বছর পর আবারো ফাইনালে উঠে তারা এইবার ট্রফি নিয়েই বাড়ি ফিরছে।

ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। দলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার অ্যামেলিয়া কার। ৩৮ বলে ৪৩ রান করার পাশাপাশি তিনি লেগ স্পিনে ৩টি উইকেটও নিয়েছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৩৫ রান ও ১৫ উইকেট নিয়ে অ্যামেলিয়া কার নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

নিউজিল্যান্ডের ইনিংসে আরও অবদান রাখেন ব্রুক হ্যালিডে (২৮ বলে ৩৮) ও সুজি বেটস (৩১ বলে ৩২)। সুজি বেটস এবং অধিনায়ক সোফি ডিভাইন দলের এই ট্রফি জয়কে ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবে স্মরণীয় করে রাখলেন, কারণ তারা দুজনেই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন এবং এর আগেও ফাইনাল খেলেছেন।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করলেও পরে নিয়মিত উইকেট হারাতে থাকে। অধিনায়ক লরা ভলভার্ট ২৭ বলে ৩৩ রান করলেও দলের অন্য কেউ তেমন জ্বলে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস, ফলে তারা টানা দ্বিতীয়বার রানার্সআপ হলো।

Exit mobile version