নিশিতা ও সুমাইয়াকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডে দল

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার সুমাইয়া এবার ওয়াডেতেও ডাক পেলেন।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যাবধানে জয় করেছে নিগার সুলতানারা। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ। এরই মধ্যে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে। তিনটি ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করা দলটিকে প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। একটা মাত্র পরিবর্তন রয়েছে দলে। বাদ পড়েছেন অলরাউন্ডার লতা মন্ডল। স্ট্যান্ড বাই রাখা হয়েছে তিনজনকে। তারা হলেন সালমা খাতুন, শরীফা খাতুন ও শারমিন আকতার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বা হাতি স্পিনার নাহিদা আকতার ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, সোবহানা মুস্তারি, মুরশিদা খাতুন, শামীমা সুলতানা, দিশা বিশ্বাস, রাবেয়া খান, রিতু মনি, সুলতানা খাতুন, স্বর্ণ আকতার, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মারুফা আকতার, সানজিদা আখতার মেঘলা, সুমাইয়া আকতার ও নিশিতা আকতার

স্ট্যান্ড বাই: সালমা খাতুন, শরীফা খাতুন ও শারমিন আকতার।

Exit mobile version