২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি করলো বাংলাদেশ দল। এবারও নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো সাবিনা খাতুনের দল। ম্যাচের প্রর্থমার্ধে কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পরই সমতায় ফেরে নেপাল। পরে দর্শনীয় গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের মেয়েরা।
গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের ৫২তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা চাকমা। নেপালের ডিফেন্সের মধ্যে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে সুযোগ নষ্ট করেননি মনিকা। তহুরা ও সাবিনার বল দেয়া নেয়া দেয়ার মধ্যে পড়ে নেপালের রক্ষণ তাল সামলাতে পারেনি। সেই সুযোগই কাজে লাগান মনিকা।
কিন্তু এই লিড তিন মিনিটের বেশি ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের। বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ানো আমিশা কার্কি গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। রক্ষণের ভুলে বল পাওয়া আমিশাকে ঠেকাতে রুপ্না চাকমা এগিয়ে এসিছিলেন। কিন্তু গোল ঠেকাতে পারেনি রুপ্না।
ম্যাচের ৮১তম মিনিটে ঋতুপর্ণা চাকমার কল্যালে দারুণ গোলে বাংলাদেশ আবারও ম্যাচে লিড তুলে নেয়। তার নেয়া শট সরাসরি নেপালের জাল স্বর্শ করে। নেপালের গোলরক্ষক লাফিয়েও গোল ঠেকাতে পারেননি।