পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু নিগার সুলতানাদের

সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটাররা টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে নিগার সুলতানারা ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। পাকিস্তানের করা ৮২ রানের জবাবে বাংলাদেশ ৩ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী দল ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট হাতে নেমে পাকিস্তানের ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে নাহিদা আক্তারের বোলিং তাদের বেশ সমস্যায় ফেলেছিল। একের পর এক উইকেট তুলে নেন বাংলাদেশের এ বোলার। মোট ৫ উইকেট শিকার তার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

পাকিস্তানের বিসমাহ মারূফ করেছেন সর্বোচ্চ রান। তার ব্যাট থেকে এসেছে ২০ রান। এছাড়া ওপেনার মুনিবা আলী করেন ১৬ রান। অধিনায়ক নিদা দার করেছেন ১৪ রান। শেষ দিকে রান আউট হওয়ার আগে নাতালিয়া পারভেজ দলকে ১৫ রান এনে দেন।

জবাবে শুরুতে শামীমা সুলতানা রান আউট হলেও বাংলাদেশকে সাবলীলভাবে এগিয়ে নেন ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মুস্তারি। তারা ২১ রানে জুটি গড়েন। মুর্শিদা ২৩ রান করেন। মুস্তারির সংগ্রহ ছিল ১৬। তবে সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। ২৮ বলে ২৬ রানে অপরাজিত তিনি।

Exit mobile version