গত দুই আসরের এশিয়ান গেমস ক্রিকেটে রৌপ্য পদক জয় করে এনেছিলো বাংলাদেশের মেয়েরা। স্বর্ণপদক জয়ের প্রত্যাশা জানিয়ে এবার দেশ ছেড়েছিলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সেটা আর হয়ে ওঠেনি। ভারতের কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়ে বিসর্জন দিতে হয়েছে সেই স্বপ্ন। ব্রোঞ্জ পদক নিশ্চিতের ম্যাচে হাংঝুতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। তাদেরকে ৫ উইকেটে হারিয়ে চলতি এশিয়ান গেমসে দেশকে প্রথম পদক উপহার দিলো নারী ক্রিকেট দল।