পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা সমতায় ফিরল

প্রথম ম্যাচে ৮৮ রানে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলকে গুটিয়ে দিয়েও হেরে যায় বাংলাদেশ নারী নারী অনূর্ধ্ব-১৯ দল। ১৩ রানে হারের প্রতিশোধ দ্বিতীয় ম্যাচে নিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশের মেয়েরা। আজ কক্সবাজার একাডেমি মাঠে সফরকারী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের দাপটে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। দলীয় ৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে দেন অতশী মজুমদার। তবে ২য় উইকেটে ৩১ রানের জুটি হয়। সেটি ভেঙে দিয়েছেন জারিন তাসনিম লাবণ্য।

তবে পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান ৩১ বলে ১৫, কোমল খান ৪২ বলে ২৮ ও জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ রান করেন। এছাড়া হাবিবার বোলিং তোপে আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি।

বাংলাদেশের বোলাররা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দাপট দেখিয়েছেন

সে কারণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৮০ রান করতে পেরেছে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। হাবিবা একাই নেন ৪ উইকেট।

লক্ষ্য ছোটো হলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৪ রানে। অরিত্রি নির্জনা মণ্ডল ২ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি পায় বাংলাদেশ। অচেনা জান্নাত ইমান্তা ২৩ বলে ৯ রান করে সাজঘরে ফিরলে ভেঙে যায় এই জুটিও।

দ্রুত আরও দুই ব্যাটারকে হারিয়ে ৩৬ রানে ৪ উইকেটের পতনে বিপাকে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে ৩২ রানের একটি সংগ্রামী ইনিংস খেলে সুবর্ণা দলকে জয়ের কাছে নিয়ে যান। যদিও ৬৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ এবং ৭০ রানে পড়ে সপ্তম উইকেট।

জয়ের আনন্দে সেলফি

পরে সাদিয়া আক্তার টানা দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১ ওভার হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

Exit mobile version