পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

নারী ওয়ানডে বিশ্বকাপ

অ্যাশলে গার্ডনারের বলে ৩৫ রান করে আউট হন সিদরা আমিন।

নারীদের ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচেই হারলো পাকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮৮ রানে এবং তৃতীয় ম্যাচে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হারলো ফাতিমা সানার দল।

কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ২২২ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তানের টপ অর্ডারের ছয় ব্যাটারের পাঁচজনই আউট হয়েছেন দুই অঙ্কের ঘর স্পর্শ না করে। এদের মধ্যে দুইজন করেছেন সর্বোচ্চ ৫ রান করে। একজন ৩ ও অন্যজন ১ রান করে আউট হয়েছেন। শূন্য রানে ফিরেছেন একজন।

পরের ৫ ব্যাটারের রান ছিলো যথাক্রমে ১১, ১৫, ০৭, ১১ ও ২ রান। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে ১৯ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে এদিন বল হাতে নেয়া ৬ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এদের মধ্যে কিম গার্থ ৬ ওভারে ১৪ রান দিয়ে পাকিস্তানের তিন ব্যাটারকে আউট করেছেন।

দু’টি করে উইকেট পেয়েছেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড। একটি করে উইকেট পেয়েছেন অ্যালানা কিং, অ্যাশলেই গার্ডনার ও জর্জিয়া ওয়েরহ্যাম।

Exit mobile version