বড় জয় দিয়ে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের দেয়া ১৩০ রানের টার্গেট সাত উইকেট ও ১১৩ বল হাতে রেখে টপকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ওভারেই পাকিস্তানের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পেসার মারুফা আক্তার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের ৫ম ও শেষ বলে প্রতিপক্ষের দুই ব্যাটারকে গোল্ডেন ডাকের শিকার বানান টাইগ্রেস পেসার মারুফা আক্তার। প্রথমে ওমাইমা সোহাইল পরে ওয়ান ডাউনে খেলতে নামা সিদরা আমিনকে বোল্ড করেন মারুফা।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও পরে আর কোন উইকেট পাননি মারুফা। অবশ্য তার জোড়া উইকেটের কারণেই ম্যাচ থেকে শুরুতেই ছিটকে যায় পাকিস্তানের মেয়েরা।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে মাত্র ৩৮.৩ ওভারেই ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রামীণ শামীম। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক ফাতিমা সানার ব্যাটে। এছাড়া ডায়ানা বেগ অপরাজিত ১৬, উইকেটরক্ষক সিদরা নেওয়াজ ১৫ ও আলীয়া রিয়াজ ১৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে তিন ওভার তিন বলে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন লেগব্রেক বোলার স্বর্ণা আক্তার। মারুফা ও নাহিদা আক্তার নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা আক্তার নিশি,ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
১৩০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ধীর গতির হলেও সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার ফারজানা হক পিংকি ব্যক্তিগত ২ রানে আউট হলেও আরেক ওপেনার রাবেয়া হায়দারের অপরাজিত ৫৪, শারমিন আক্তারের ১০, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ২৩, ও সোবহানা মোস্তারির অপরাজিত ২৪ রানের সাথে অতিরিক্ত থেকে আসা ১৮ রান বাংলাদেশকে বড় জয় এনে দেয়।
পাকিস্তান যেখানে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ সেখানে ৩১,১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩১ রান তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর:
টস জিতে পাকিস্তানের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
পাকিস্তান ব্যাটিং : ১২৯/১০ (৩৮.৩ ওভার
বাংলাদেশ ব্যাটিং : ১৩১/৩ (৩১.১ ওভার)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















