সফরকারী পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে। স্বাগতিক বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আজ কক্সবাজার একাডেমি মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩ রানে হারিয়েছে তারা।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৯.৪ ওভারে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জেরিন তাসনিম লাবণ্য নজর কাড়া বোলিংয়ে শিকার করেন ৪ উইকেট।
সামান্য টার্গেট তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টপঅর্ডারদের আজেবাজে ব্যাটিংয়ে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
দলকে বিপর্যয় থেকে বাঁচাতে একাই লড়ে যান আরিত্রী নির্জনা মণ্ডল। কিন্তু তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেননি। ৩৮ বলে ২০ রানে সাজঘরে ফিরেছেন অরিত্রী। এরপর সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এতে ইনিংসের ১ বল (১৯.৫ ওভার) বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা। পাকিস্তান নারী দলের শাহার বানু ৩টি এবং রোজিনা আকরাম ও মেমোনা খালিদ ২টি করে উইকেট নেন।
৫ ম্যাচের সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ১৩ রানের জয়ে। শুক্রবার একই ভেন্যুতে বেলা ১টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















