সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো নিগার সুলতানার দল।
চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আজ নিগার সুলতানারা ২০ রানে হারিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের করা ১২০ রানের জবাবে সফরকারী দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে সমর্থ হয়।
টস হেরে ব্যাটিংয়ে নামলেও বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শীর্ষ ছয় ব্যাটারের সবাই রান পেয়েছেন। শামীমা সুলতানা ১৮, মুর্শিদা খাতুন ২০, সোবহানা মুস্তারি ১৬, নিগার সুলতানা ১০, স্বর্ণা আক্তার ২৭ ও রিতু মনি ১৯ রান করেন।
১২১ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণ বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি। একের পর এক উইকেট হারিয়েছে তারা। শীর্ষ ছয় ব্যাটারের পাঁচজনই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। ব্যতিক্রম ছিলেন শুধু বিসমাহ মারুফ। ৩০ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে ইরাম জাভেদের ১৫ ও উম্মে ই হানির ১৪ রান ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশের নাহিদা আকতার ও রাবেয়া খান দুই উইকেট করে শিকার করেন।