চট্টগ্রামের জহুর আাহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সিরিজেরে বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।
নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক ও নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ঘোষিত দলে অন্যদের মধ্যে আছেন শামীমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোশতারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথি রানী।
তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য আগামী ২০ অক্টোবর ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওইদিনই চট্টগ্রামে পৌঁছাবে সফরকারীরা। রাত আটটায় চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে উঠবে সফরকারী দল। একই হোটেলে বাংলাদেশ দল চেক-ইন করবে দুপুর ১২টা।
বাংলাদেশের বিপক্ষে, ২৫ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে ২৩ অক্টোবর একটি অনুশীলন ম্যাচ খেলবে পাকিস্তান নারী ক্রিকেট দল। ২৯ তারিখ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর পরের ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল।
চার ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একইমাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ৭ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। ওয়ানডে সিরিজ শেষে ১১ নভেম্বর দেশে ফিরবে পাকিস্তান নারী ক্রিকেট দল।