নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়ে ড্র করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের তুলনায় ভালো খেলেও ম্যাচের ৩২তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ দল। পরে খেলা শেষ হওয়ার আগে শামসুন্নাহার জুনিয়র গোল করে দলের পরাজয় ঠেকান। টুর্নামেন্টের ‘এ’-গ্রুপে খেলা বাংলাদেশ ২৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে। ২০২২ সালে নেপালের মাটিতে নারী সাফে প্রথমবারের মতো শিরোপা জেতে সাবিনা খাতুনের দল।
ডিফেন্ডার শিউলি আজমের ভুলে ৩২তম মিনিটে গোল হজম করে সাবিনা খাতুনের দল। ইনজুরির কারণে যোগ করা সময়ে গোল করে দলের পরাজয় ঠেকান শামসুন্নাহার। এই ম্যাচে হারলে গ্রুপেই বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে যেতো। কেননা গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
প্রথমার্ধের গোলে ১-০ তে এগিয়ে যাওয়া পাকিস্তান ম্যাচের ৭২তম মিনিটে গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে পারেনি। এই গোলটি হয়ে গেলে বাংলাদেশ ম্যাচ থেকেই ছিটকে যেতো।
বাংলাদেশ প্রথমে পিছিয়ে যায় নিজেদের ভুলের কারণে। মাঝমাঠ থেকে পাকিস্তানের দেয়া লং পাস ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি নি ডিফেন্ডার শিউলি। ৪৩ মিনিটে ঋতুপর্না চাকমার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে।
১৭ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারায় ভারত। ফলে আজকের ম্যাচে বাংলাদেশ জয় পেলেই ভারতের সাথে বাংলাদেশেরও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় বাংলাদেশকে ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
২৩ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ড্র হলেই গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে চলে যাবে পিটার বাটলারের মেয়েরা। অবশ্য হারলেও শেষ চারে খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব করতে হবে।