বাংলাদেশের ছেলেরা আগেও বেশ কয়েকবার এই কৃতিত্ব দেখিয়েছেন। এবার দেশের মেয়েরা প্রথমবারের মতো সেই কৃতিত্ব গড়লেন। দিন তারিখ চূড়ান্ত না হলেও অনূর্ধ্ব-২১ বিভাগে ছেলেদের পর মেয়েরাও জায়গা করে নিলো এশিয়া কাপ হকিতে।
সিঙ্গাপুরে চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকিতে আজ ইন্দোনেশিয়ার মেয়েদের ১০-১ গোলে হারায় বাংলাদেশ। পাঁচ ম্যাচে এটি দেশের মেয়েদের চতুর্থ জয়। ইন্দোনেশিয়ার জালে তিনবার বল পাঠিয়েছেন অর্পিতা পাল। দুটি করে গোল করেন আইরিন রিয়া ও কনা আক্তার। এছাড়া একটি করে গোল করেছেন নাদিরা, রিমা ও সানজিদা।
সিঙ্গাপুরে এএইচকাপ হকিতে মেয়েদের বিভাগে অংশ নেয়া ৭ দলের মধ্যে এই মুহুর্তে বাংলাদেশর অবস্থান তৃতীয়। আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে। এরপরই বাংলাদেশের প্রকৃত অবস্থান জানা যাবে। তবে প্রথম ৫দলের একটি হবে বাংলাদেশ এই বিষয়টি নিশ্চিত। ফলে আগামী এশিয়া কাপ হকি’র অনূর্ধ্ব-২১ বিভাগে বাংলাদেশের খেলার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-৪ গোলে, দ্বিতীয় ম্যাচে হংকংকে ২-১ গোলে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-২ গোলে পরাজিত করে। চতুর্থ ম্যাচে অবশ্য চায়নিজ তাইপের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। অবশ্য ৫ম ম্যাচে আবারও জয়ে ফেরে জাহিদ হোসেনের দল। তাও আবার ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পেয়েছে ১০-১ গোলে।
বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এই কৃতিত্ব দেখালেও ছেলেরা আগেও এই এশিয়া কাপে খেলেছে। শুধু তাই নয়, এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছে।
ছেলেদের বিভাগে বাংলাদেশ দল গ্রুপের চারটি ম্যাচই জিতেছে। গ্রুপ সেরা হয়ে উঠেছে সেমিফাইনালে। একইসাথে এশিয়া কাপেও জায়গা করে নিয়েছে। আজ দুপুর আড়াইটায় বাংলাদেশের ছেলেরা এএইচ কাপের সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হবে।