এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ নারী হকি টুর্নামেন্টে অভিষেকেই চমক দেখাল বাংলাদেশ। চীনের দাজহু শহরে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে হেরে যায়। তবে সেই ধাক্কা কাটিয়ে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। উজবেকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানোর পর একই ব্যবধানে হারাল হংকংকেও।
হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ দল। ৩৪ মিনিটে কনা মাঠের খেলা থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর রিয়া আরও এক গোল করে লিড বাড়ান।
শেষ কোয়ার্টারে হংকং ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
গ্রুপ পর্বে দুই জয় ও এক হারে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পৌঁছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে, যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















