প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার বাংলাদেশ নারী দলের

টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশের নারী দলের সফরকারী পাকিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে নিগার সুলতানারা। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র ৮১ রানে অল আউট হয়। জবাবে পাকিস্তান ২৪.৫ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

বাংলাদেশ টস জয়ের পর আগে ব্যাট হাতে নেমে পাকিস্তাননী বা হাতি স্পিনার সাদিয়া ইকবালের তোপে পড়ে। একে একে তিনি প্রথম চার উইকেট তুলে নেন। শামীমা সুলতানা, ফারজানা হক, সোবহানা মুস্তারি ও স্বর্ণা আখতার তার শিকারে পরিণত হন। এ চার ব্যাটারের কেউ দুই অঙ্কের রানে যেতে পারেননি।

সাদিয়ার পর বাংলাদেশের ইনিংসের ওপর তাণ্ডব চালান উম্মে হানি ও নিদা দার। উভয়ে তিনটি করে উইকেট নেন। এতেই শেষ হয়ে যায় বাংলাদেশ। এমন তাণ্ডবের মাঝে ফাহিমা খাতুনের ১৮, রিতু মনির ১৪ ও অধিনায়ক নিগার সুলতানার ১৩ রানে বাংলাদেশের সংগ্রহ ৮১ তে দাঁড়ায়।

পাকিস্তান ৪২ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক নিদা দারের অপরাজিত ৩৫ রান পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তার সঙ্গে আলিয়া রিয়াজের ১৬ রান পাকিস্তানের জয়কে সহজ করে দেয়। বাংলাদেশের নাহিদা আক্তার ৩ উইকেট নিয়েছিলেন।

Exit mobile version