প্রস্তুতি ম্যাচ বিসিবি নারী একাদশের হার

ফাইল ছবি।

শনিবার পাকিস্তান নারী ক্রিকেট দলের সাথে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে সফরকারী দলের জন্য একটা প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছিলো। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো ‘বিসিবি ওমেন্স একাদশ’। ম্যাচে ৫৬ রানে জিতেছে পাকিস্তান নারী দল।

সুযোগটা কাজে লাগিয়েছে বাংলাদেশও। বিসিবি ওমেন্স একাদশের জার্সিতে খেলেছেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এদের মধ্যে মুর্শিদা খাতুন। করেছেন হাফ সেঞ্চুরি। রান পেয়েছেন ফারজানা হক ও লতা মণ্ডলরা। 

বৃহষ্পতিবার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাট হাতে নেমে পাকিস্তানের হয়ে রানের দেখা পেয়েছিলেন মুনিবা আলী, বিসমাহ মারুফ ও নিদা দার। ৬৩ রান করেন মুনিবা। বিসমাহ করেছিলেন ৫১। নিদা খেলেন ৫৩ রানের ইনিংস।

২৭১ রানের লক্ষ্য ছিল বিসিবি একাদশের সামনে। কিন্তু ১১ বল বাকি থাকতে ২১৪ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রয়েছেন এমন ছয় খেলোয়াড় এ ম্যাচ ছিলেন। মুর্শিদা, ফারজানারা রান পেলেও বল হাতে তেমন কিছু করতে পারেননি দিশা বিশ্বাস, সানজিদা আক্তার, শরিফা খাতুন ও নিশিতা আক্তার।

মিরপুরে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর। সব ম্যাচ সকাল ৯টায় শুরু হবে।

Exit mobile version