এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত সূচনার পর আজ মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমার্ধ শেষে লাল-সবুজের মেয়েরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে শুরু থেকেই জমজমাট লড়াই হয়। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করতে পারত বাংলাদেশ। তবে সেয়ে ইয়ে টুনের শট জালের ওপর দিয়ে গেলে বেঁচে যায় দল।
ষষ্ঠ মিনিটে মনিকা চাকমার শট রুখে দেন মিয়ানমারের গোলরক্ষক মেও মিয়া মিয়া নিয়েন। এরপরও কিছু আক্রমণ রচনা করে স্বাগতিকরা, তবে গোলরক্ষক রূপনা চাকমার সাহসী ‘সুইপার’ ভূমিকায় বিপদমুক্ত হয় বাংলাদেশ।
১৮ মিনিটে ম্যাচে মোড় ঘোরান ঋতুপর্ণা চাকমা। ডি বক্সের কাছাকাছি পাওয়া ফ্রি কিক থেকে প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষের মানব দেয়ালে আটকে যায়। তবে ফিরতি বল পেয়ে বাঁকানো দুর্দান্ত শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড, এগিয়ে দেয় বাংলাদেশকে।
ম্যাচের ৩৬ থেকে ৪৫ মিনিটের মধ্যে একাধিকবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মিয়ানমার। কখনো অফসাইড, কখনো ক্রসবারে লেগে ফিরে আসা শট, আবার কখনো সরাসরি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলের দেখা পায়নি তারা।
বাংলাদেশের গোলরক্ষক রূপনার সাহসী উপস্থিতি ও ভাগ্য সহায় থাকায় বিরতিতে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে টাইগ্রেসরা। এই লিড ধরে রাখতে পারলে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে তারা, কারণ জয় মানেই এশিয়া কাপের মূলপর্বে বাংলাদেশের অভিষেক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















