ফের ব্যাটিং ব্যর্থতায় ৯৭ রানে শেষ টাইগ্রেসরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।

মিরপুর শেরে-ই-বাংলায় ব্যাটিং ব্যর্থতায় ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট নিগার সুলতানার দল। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫২ রানে টপঅর্ডারের ৫ উইকেট হারায়। চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে শেষ দিকে দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। এছাড়া ফাহিমা ১১ ও রিতু মনির ব্যাট থেকে আসে কেবল ১০ রান। বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মলিনিউ ১০ ওভার বল করে মাত্র ১০ রানে একাই শিকার করেন তিন উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতেও টসে জয় পান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিদ্ধান্তও নিয়েছেন অবশ্য ভিন্ন। নিজেদের বোলিং সামর্থ্যের কথা ভেবেই কি না, আজ আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ নেমেছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। অস্ট্রেলিয়া দলে এসেছে এক পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন। 

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।

Exit mobile version