বড় দলের পার্থক্য বুঝল বাংলাদেশ

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথম ওয়ানডে ১১৮ রানের বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতিরা।

অস্ট্রেলিয়া দেয় ২১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সবাই মিলে দলীয় শতকও পূর্ণ করতে পারেনি বাংলাদেশ।

নিজেদের মাঠে লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশের ব্যাটাররা। ৫০ ওভারের খেলায় ৩৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৮ রানের হার।

ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল আর দুই জন-সোবহানা মোস্তারি (১৭) ও মুর্শিদা খাতুন (১০) । বাকি সবাই ব্যর্থ। এই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ।

Exit mobile version