গুয়াহাটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে, দলীয় ৩৮ রানে তিন উইকেট হারালেও মিডল অর্ডারে ব্রুক হ্যালিডে ও সোফি ডিভাইনের শতরানের জুটির ওভার ভর করে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।
সুজি বেটস ও জর্জিয়া প্লিমারের ৩৫ রানের উদ্বোধনী জুটির পর জোড়া আউটের পর দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট হারায় কিউই নারীরা। সেখান থেকে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শতরানের জুটি উপহার দেন।
হ্যালিডে ৬৯ ও ডিভাইন ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন। পরের দিকের ব্যাটাররা আর বড় স্কোর খেলতে পারেননি। সব মিলিয়ে নির্ধারতি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সমর্থ হয়।
বাংলাদেশ দলের লেগব্রেক বোলার রাবেয়া খান ১০ ওভারে এক মেডেন ও ৩০ রানের বিনিশয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। দলের প্রধান অস্ত্র পেসার মারুফ আক্তার ৭ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
এছাড়া এক উইকেট করে পেয়েছেন নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের দুইজন ব্যাটার এদিন রান আউটের শিকার হয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















