বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে বলে মনে করেন অজি অধিনায়ক

বাংলাদেশে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩ অক্টোবর। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশের মাটিতে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ফলে দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে, তাতে করে বাংলাদেশে শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসরটি দেশেই আয়োজন করার বিষয়ে আশাবাদী হলেও বেশ কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি বাংলাদেশ থেকে সরেও যেতে পারে।

এনিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এখানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে বলে মনে করেন তিনি। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে। যে দেশ সত্যিই ভুগছে, তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। ‘

তিনি আরো বলেন, ‘যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।‘

Exit mobile version