বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি রোববার

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় বসছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মেগা আসরকে সামনে রেখে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইতিমধ্যে টাইগ্রেসদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০তে জিতেছে সফরকারীরা। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এর আগে সফরকারীদের বিপক্ষে ওয়ানডের তিন ম্যাচেই ব্যাটিংয়ে চরম ব্যর্থ স্বাগতিক মেয়েরা।

তিন ওয়ানডেতে বাংলাদেশের রান যথাক্রমে ৯৭, ৯৫ ও ৮৯ রান। ফলে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের হারানোর আত্মবিশ্বাস ফিরে পেতে চায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। হার-জিতের আগে আমাদের লক্ষ্য নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। অবশ্যই আমরা নিজেদের মাঠে সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই- লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।

Exit mobile version