বাংলাদেশ কি পারবে শিরোপা ধরে রাখতে?

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলে আছেন জাতীয় দলের নিয়মত পাঁচ মুখ। টুর্নামেন্টের তিন ম্যাচেই জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল। আর একটা মাত্র ম্যাচ। ফাইনালে ভারতকে হারাতে পারলে আবারও শিরোপা জয়ের আনন্দে মাতবে বাংলাদেশের তরুণীরা।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। উভয় দল শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্নবিশ্বাসী।

ভারতের মেয়েরা আন্তর্জাতিক অভিজ্ঞতায় বেশ এগিয়ে। দলে আছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা কয়েকজন ফুটবলার। অধিনায়ক মিতু লিন্ডার দলটা আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও ৭ নাম্বার জার্সিধারী পূজা, নাম্বার নাইন সুলঞ্জনা রাউল ও ১১ নাম্বার জার্সিধারী নেহা প্রতিপক্ষের জন্য বেশ বিপজ্জনক।

গ্রুপ ম্যাচে বাংলাদেশের কাছে শেষমুহুর্তের গোলে হারলেও ঐ ম্যাচে বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নিয়েছেন এই চার খেলোয়াড়। প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশের কাছে হারলেও তৃতীয় ম্যাচে নেপালকে ৪-০ গোলে পরাজিত করে। ম্যাচের সবগুলো গোলই এসেছিলো দ্বিতীয়ার্ধে।

নারী সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। নানা সময়ে বয়সের সীমারেখা পাল্টানো এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৯ নামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৮ হিসেবে দুইবার এবং একবার করে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ হিসেবে অনুষ্ঠিত হয়।

আগের চার আসরের মধ্যে বাংলাদেশ শিরোপা জিতেছে তিনবার। ফলে এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘হট ফেবারিট’ যাত্রা শুরু করেছিলো।

গ্রুপ ম্যাচে তার প্রমাণ দিয়েই সাইফুল বারী টিটুর মেয়েরা ফাইনালে উঠেছে। যদিও নেপালের বিপক্ষে ম্যাচটায় শুরুটা নার্ভাস ছিলেনা আফঈদার দল। স্ট্রাইকার সাগরিকা নেপালের বিপক্ষে জোড়া গোল করার পর ভারতের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন।

দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করায় তৃতীয় ম্যাচে শুরুর একাদশের ৯ খেলোয়াড়কে বসিয়ে রাখেন কোচ সাইফুল বারী। ফলে বিশ্রাম পেয়েছেন দলের খেলোয়াড়রা। এই একটা জায়গায় অবশ্য কিছুটা হলেও এগিয়ে আছে বাংলাদেশ দল।

Exit mobile version