উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় দিয়ে শুরু করেছে আফঈদা প্রীতি ও তার দল। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—মিয়ানমার। ফিফা র্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা দলটি কাগজে-কলমে অনেক এগিয়ে। ২০১৯ সালে তাদের বিপক্ষে শেষবার মাঠে নেমে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। তবে এবার ইতিহাস বদলাতে প্রস্তুত পিটার বাটলারের শিষ্যরা।
বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ যেভাবে আধিপত্য দেখিয়েছে, তাতে মিয়ানমারের বিপক্ষেও দারুণ লড়াইয়ের আশা করা যায়। মিয়ানমার তাদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৮-০ ব্যবধানে। এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করেন কোচ বাটলার। তিনি বলেন, “মিয়ানমার টেকনিক্যালি খুব ভালো, ঘরের মাঠের সুবিধাও পাবে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
বাহরাইন ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছেন তহুরা খাতুন। গোল পেয়েছেন ঋতুপর্ণা, শামসুন্নাহার জুনিয়র, কোহাতি কিসকু ও মুনকি আক্তার। সমালোচনার জবাবে বাটলার বলেন, “আমি জানতাম গোল আসবে। আমাদের দলে আছে গতিময় খেলোয়াড়, যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”
অধিনায়ক আফঈদা খন্দকার প্রীতিও জানালেন তাদের লক্ষ্য স্পষ্ট, “প্রথম ম্যাচে জয় ও বড় গোল ব্যবধান চেয়েছিলাম, পেয়েছি। এবার লক্ষ্য মিয়ানমার।”
মঙ্গলবার মিয়ানমারের বিপক্ষে জয় পেলে গ্রুপসেরা হওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। ড্র করলেও থাকবে সুযোগ। তবে সে ক্ষেত্রে গোল পার্থক্যের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষ করে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















