নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫০ দিন বাকি। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রস্তুতি ঘাটতি মেটাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে ছেলেদের অনূর্ধ্ব–১৫ দল ও নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে অংশ নেবে তিন দলের একটি প্রস্তুতি সিরিজে।
‘উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ’ নামে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী সোমবার (১৮ আগস্ট) থেকে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি মাঠে।
টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এপ্রিলে, পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে। এরপর প্রায় চার মাস কোনো সিরিজ না থাকায় ম্যাচ ফিটনেসে ঘাটতির শঙ্কা দেখা দেয়। বিসিবি বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করলেও বাস্তবতায় তা সম্ভব হয়নি।
তবে অনুশীলনে থেমে থাকেনি দল। সিলেটে এক মাসের প্রস্তুতি ক্যাম্প শেষ করে বর্তমানে বিকেএসপিতে দ্বিতীয় ধাপের ক্যাম্প চালাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচ পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে ও পরিকল্পনা কার্যকরভাবে প্রয়োগ করতেই এই প্রস্তুতি সিরিজ আয়োজন করা হয়েছে। বিসিবি কর্মকর্তারা মনে করেন, “প্রশিক্ষণের পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং আসল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে।”
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত, তবে হাইব্রিড পদ্ধতিতে কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে, কলম্বোতে। এই ম্যাচের আগে উইমেন’স চ্যালেঞ্জ কাপ হবে মূল প্রস্তুতির বড় মঞ্চ।
সব মিলিয়ে, এই প্রস্তুতি সিরিজ শুধু ম্যাচ ফিটনেস নয়, দলীয় সমন্বয় ও কৌশল পরীক্ষারও সুযোগ করে দেবে, যা বিশ্বকাপে ভালো ফল করার জন্য অত্যন্ত জরুরি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















