আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের নারী দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। আইসিসি ওয়ানডে সুপার লিগের বাকি ছয়টি ম্যাচের প্রতিটিতে জয়ের বিকল্প নেই। এ ছয় ম্যাচের তিনটি হবে ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে এবং বাকি তিনটি ওয়েস্ট ইন্ডিজে।
বাংলাদেশ দল আপাতত মনোযোগ দিয়েছে আয়ারল্যান্ড সিরিজে, যা শুরু হবে ২৭ নভেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজটি সিলেটে।
আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে ইতিমধ্যে স্পনসরও পেয়েছে বাংলাদেশ দল। স্কয়ার গ্রুপ সিরিজের টাইটেল স্পনসর হিসেবে দায়িত্ব নিয়েছে। সিরিজটির নাম দেওয়া হয়েছে—“সেনোরা, পাওয়ার্ড বাই রুচি”।
বিসিবির নারী উইং প্রধান হাবিবুল বাশার সিরিজের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুরুতে ঘরের মাঠে খেলা হওয়ায় সুবিধা পাব। আপাতত আয়ারল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি, এটিই আমাদের প্রাইমারি টার্গেট।”
প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “মেয়েরা অনেক দিন ধরেই অনুশীলন করছে। ধারাবাহিক খেলার মধ্যে থাকায় উন্নতি হয়েছে। আশা করছি, মাঠে ভালো কিছু হবে।”
অধিনায়ক নিগার সুলতানার দল বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগকে ঘিরে কিছুটা স্নায়ুচাপে থাকলেও আত্মবিশ্বাসী। হাবিবুল বাশার বলেন, “প্রেশার থাকলেও সবাই বিশ্বকাপ খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। হোম কন্ডিশনে আমরা ভালো কিছু করতে পারব।”