বিশ্বকাপ দেশ থেকে সরে যাওয়ায় হতাশ নারী ক্রিকেটাররা

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার পতনের পর দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় তা এখান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যাতে মোটেও সন্তুষ্ট নন বাংলাদেশের নারী দলের ক্রিকেটাররা। বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন।

আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুমন বলেছেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলঙ্কাতে “এ” দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ। বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।’

রাজশাহীতে জাতীয় লিগ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে সুমন বলেছেন, ‘রাজশাহীতে উইকেট ভালো। মেয়েরা যেন ভালো উইকেটে খেলতে পারে, স্পোর্টিং উইকেটে খেলতে পারে, আমরা এটাই চাই। আর এ সময় যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ। এ জন্যই রাজশাহীতে খেলা দেওয়া।’ পরে যোগ করেন, ‘যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব, তাদের নিয়েই “এ” দলটা সাজাব।’

Exit mobile version