বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে থাকা নিগার সুলতানাদের জন্য এবার নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারেন একজন নারী সদস্য। সেই সম্ভাব্য নাম বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অন্যতম সেরা অলরাউন্ডার সালমা খাতুন।
সোমবার অনুষ্ঠিত বিসিবি সভা শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, নারী ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একজন নারী নির্বাচক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদে সালমা খাতুনের নাম আলোচনায় রয়েছে।
বুলবুল বলেন, “আমরা ধাপে ধাপে নারী ক্রিকেটের প্রতিটি বিভাগে উন্নয়ন আনতে চাই। নারী হাই পারফরম্যান্স ইউনিট থেকে শুরু করে নির্বাচক প্যানেলেও নারীর অংশগ্রহণ বাড়ানো হবে। এটি শুধু প্রতীকী নয়, বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে।”
তবে এখনও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকা সালমা খাতুন নিজে জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করবেন। তার কথায়, “অনেক আগেই এই নিয়ে আলোচনা হয়েছিল। যদি এখন প্রস্তাব আসে, ভেবে দেখব। অবশ্যই বোর্ডের হয়ে কাজ করতে চাই, তবে সবকিছু বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”
এদিকে, নারী দলের সামনে ম্যাচ অনুশীলনের সুযোগ না থাকলেও প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে বিসিবি আরও একটি বড় পদক্ষেপ নিচ্ছে। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে ব্র্যাক আইটির সহায়তায়। এটির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের দৈনন্দিন কার্যকলাপ, ফিটনেস ও উন্নয়ন পর্যবেক্ষণ করা যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















