ব্রাজিলকে হারিয়ে কনকাকাফ উইমেনস গোল্ড কাপের শিরোপা যুক্তরাষ্ট্রের

লিন্ডসি হোরানের হেডারে ভর করে ব্রাজিলকে হারিয়ে কনকাকাফ উইমেনস গোল্ড কাপের শিরোপা নিজেদের করে নিলো যুক্তরাষ্ট্র। এটি তাঁদের কনকাকাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ১৫তম শিরোপা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোল করেন আমেরিকান অধিনায়ক লিন্ডসি হোরান। ডি বক্সের বাইরে থেকে এমিলি ফক্সের লফটেড পাস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। এটি এই টুর্নামেন্টে হোরানের তৃতীয় গোল।

স্যান ডিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে রেকর্ড ৩১,৫২৮ জন দর্শকের সামনে তাঁর ওই এক গোলে ভর করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

এই নিয়ে চতুর্থবারের মতো কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিলো যুক্তরাষ্ট্র। আগের তিনবারেও শিরোপা জিতেছিলো আমেরিকানরা। এর মধ্যে ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে জয় অন্যতম।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিল; দুই দলই ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছে।

Exit mobile version