মিষ্টি হাসিতে মানুষকে মুগ্ধ করলেও ঋতুপর্ণা চাকমার অন্তরে লুকিয়ে আছে এক গভীর বেদনা। ২০২২ সালের ২৯ জুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার ছোট ভাই পার্বণ, যাকে তিনি স্নেহভরে ‘সিজি’ নামে ডাকতেন। সেই ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে আজ (রোববার) এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবেন ঋতুপর্ণা।
ভাই হারানোর কষ্টে আজও ভেঙে পড়েন ঋতুপর্ণা। নিজের ফেসবুক পেজে স্মৃতি রোমন্থন করে লিখেছেন, “আজ তোর তৃতীয় মৃত্যুবার্ষিকী। তোকে খুব মিস করি, সিজি।” সেইসঙ্গে সবার কাছে ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনাও চেয়েছেন।
পিঠেপিঠি ভাই–বোন হওয়ায় পার্বণ ছিল ঋতুপর্ণার সবচেয়ে কাছের বন্ধু। জাতীয় দলের হয়ে খেলার শুরু থেকেই পার্বণ তার প্রতিটি ম্যাচে ছিল অনুরাগী দর্শক। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে গোল করে চোখের জল মুছেছিলেন ঋতু—গোলটা ভাইকেই উৎসর্গ করেছিলেন।
২০১৫ সালে ক্যানসারে বাবাকে হারানোর পর পার্বণ ছিল মায়ের সঙ্গে বাড়ির একমাত্র ভরসা। এখন বোনদের বিয়ে হয়ে যাওয়ায় এবং নিজে খেলার ব্যস্ততায় বাইরে থাকার কারণে মা বোজোপতি চাকমাও একা হয়ে পড়েছেন।
ভাইয়ের মৃত্যুর দিন ঢাকা থেকে রাঙামাটি ফেরার পথে ছিলেন ঋতু। বাসে বসেই বুঝেছিলেন কিছু একটা ঘটেছে। কিন্তু বাড়িতে পৌঁছে তবেই জানতে পারেন নির্মম বাস্তবতা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















