টাইব্রেকারে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর এবার অনূর্ধ্ব-১৬ নারী সাফেরও শিরোপা জিতলো বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে পিছিয়ে পড়া ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর পেনাল্টি শ্যুটআউটে ভারতকে ৩-২ গোলে পরাস্ত করে সাইফুল বারী টিটুর মেয়েরা।

ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় ভারত। আনুশকা কুমারীর গোলের পর বাংলাদেশ দল বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। টুর্নামেন্টে এটি ছিলো তার ষষ্ঠ গোল।

প্রথমার্ধে ভারতীয় মেয়েদের বিপক্ষে গোছানো খেলাটা খেলতে পারছিলো না অর্পিতার দল। অবশ্য বিরতির পর নিজেদের পায়ে বল রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করার ফল এসেছে ৭১তম মিনিটে।

কর্নার থেকে উড়ে আসা বলকে ভারতের জালে পাঠিয়ে দেন মৌমিতা। ১-১ গোলের সমতা নিয়ে টাইব্রেকারে যায় বাংলাদেশ। সেখানেও প্রথম শট মিস করে বাংলাদেশ। গোলরক্ষক ইয়ানজান অসামান্য কৃতিত্ব দেখিয়ে ভারতের নেয়া তিনটা পেনাল্টি শট ঠেকিয়ে দেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের ২০ নাম্বার জার্সিধারী সুরভী প্রীতি। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইয়ারজান বেগম।

Exit mobile version