ভারতীয় লিগ খেলতে ভারতে সাবিনা

আজ ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। কিকস্টার্ট ক্লাবের সাথে প্রায় তিন মাসের চুক্তিতে ভারতীয় লিগে খেলার উদ্দেশ্যে আজ দুপুর দুইটায় ভারতের ফ্লাইট ধরেছেন তিনি। গতকাল বিকেলে ভারতের ভিসা পেয়ে আজ ঢাকা ছেড়েছেন তিনি।

সাবিনাই বাংলাদেশ নারী ফুটবলারদের মধ্যে প্রথমবারের মতো দেশের বাইরে খেলা শুরু করেন। এর আগে মালদ্বীপের লিগে বেশ কয়েকবার খেলা সাবিনার ভারতের লিগে অভিষেক হয় ২০১৮ সালে। এবার আবারো ছয় বছর পর সেখানে খেলতে গেলেন তিনি।

ভারতের লিগে ২০১৮ সালে খেলতে যেয়েই সেথু এফসির জার্সিতে সাত ম্যাচ খেলে ছয়টি গোল করেছিলেন তিনি। সেবার অবশ্য তাঁর সাথে খেলেছিলেন বাংলাদেশের কৃষ্ণা রাণী সরকারও। তবে এবার ভারতের লিগে একাই খেলবেন সাবিনা।

আগামী ১৭ জানুয়ারি ভারতের ঘরোয়া লিগের ম্যাচে কর্ণাটকের ক্লাব কিকস্টার্টের হয়ে সাবেক ক্লাব সেথু এফসির বিপক্ষে মাঠে নামতে পারেন বাংলাদেশি অধিনায়ক। তাঁর দলে বিদেশি খেলোয়াড় কোটায় নেপালের দুইজন খেলোয়াড়ও রয়েছেন।

এতোদিন জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে ছিলেন সাবিনা। ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ পাওয়ায় তাঁকে অনাপত্তিপত্র দিয়েছে বাফুফে।

Exit mobile version