বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার ফুটবল মাঠের সাফল্যের আড়ালে চলেছে এক ব্যক্তিগত লড়াই। এশিয়ান কাপ বাছাইয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করানোর ঠিক পরেই তিনি গেছেন ভুটানে, ক্লাব পারো এফসির হয়ে লিগ খেলতে। তবে এ সময় অসুস্থ হয়ে পড়েছেন তার মা বোজপুতি চাকমা।
গণমাধ্যমে তার পরিবারের আর্থিক দুরবস্থা এবং চিকিৎসা ব্যাহত হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে এসব তথ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঋতুপর্ণা নিজেই। তিনি কখনো বলেননি, অর্থের অভাবে মায়ের চিকিৎসা বন্ধ আছে।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ঋতুপর্ণা জানান, তারা অর্থ নয়, চান মানুষের ভালোবাসা ও দোয়া। পোস্টে তিনি লিখেছেন, “আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ থাকা সত্যিই এক বিরাট আশীর্বাদ। এই মুহূর্তে আমরা আপনাদের সকলের কাছ থেকে যা চাই, তা হলো তহবিলের চেয়ে আমার মায়ের জন্য আশীর্বাদ। দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন এবং তাকে আপনাদের আশীর্বাদে রাখুন।”
এই পোস্ট ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেখানে অনেকে তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং মায়ের সুস্থতা কামনা করেছেন।
ফুটবল মাঠে দেশের মুখ উজ্জ্বল করা ঋতুপর্ণা এখন মাঠের বাইরেও নিজেকে একজন দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন। তাঁর এই অবস্থান প্রমাণ করে, শুধু খেলায় নয়, মানসিক দৃঢ়তাতেও তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















