নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে আজ এক ঐতিহাসিক সুযোগ। মিয়ানমারের বিপক্ষে জয় পেলে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেবে লাল-সবুজের মেয়েরা। ইয়াঙ্গুনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
গত ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ আজও খেলবে একই একাদশ নিয়ে। ম্যাচের দুই ঘণ্টা আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একাদশ ঘোষণা করে।
গোলরক্ষক হিসেবে আছেন দক্ষিণ এশিয়ার সেরা ঋতুপর্ণা চাকমা। রক্ষণে নেতৃত্ব দেবেন অধিনায়ক আফিদা খন্দকার, সঙ্গে থাকছেন শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে মারিয়া মান্ডা, মনিকা চাকমা, কোহাতি কিসকু ও স্বপ্না রাণী গড়ে তুলবেন আক্রমণের ভিত। সামনে ফরোয়ার্ড পজিশনে থাকছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮, আর মিয়ানমার রয়েছে ৫৫ নম্বরে। কাগজে-কলমে অনেক এগিয়ে থাকলেও বর্তমান বাংলাদেশের মেয়েরা বারবার প্রমাণ করেছে, পরিসংখ্যান নয়, মাঠেই ফলাফল নির্ধারিত হয়। ২০১৮ সালে মিয়ানমারের কাছে ০-৫ গোলে হারের সেই দুঃস্মৃতি ঝেড়ে ফেলতে আজ প্রস্তুত আফিদা-মনিকারা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দল জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়ার মতো দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজকের ম্যাচে ইতিহাস গড়া অসম্ভব নয়।
বাংলাদেশ একাদশ : রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















