কয়েক মাস পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বাংলাদেশের উইকেট আর আবহাওয়া পর্যবেক্ষণ করতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
শক্তি সামর্থে অনেক পিছিয়ে থাকলেও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নিজেদের শক্তি দেখাচ্ছে বাংলাদেশের নারীরা। বৃহস্পতিবার মিরপুরে প্রথম ওয়ানডে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়েছে অ্যালিসা হিলি-তাহলিয়া ম্যাকগ্রারা।
বাংলাদেশের নারীদের স্পিনে রীতিমত দিশেহারা অবস্থায় অস্ট্রেলিয়ার নারীরা। এ প্রতিবেদক লেখা পর্যন্ত ৩২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ধুকছে সফরকারী দলটি।
এ দিন মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে নাদিয়া আকতার ও সুলতানা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মারুফা ও ফাহিমা নেন একটি করে উইকেট।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।