যেভাবে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১০ বছর পর ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল। তবে কোনো টেলিভিশনেই দেখা যাবে না বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি।

প্রথমবারের মতো ঘরের মাটিতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সফরে এর আগে মাত্র একবারই এসেছিলো অজি মেয়েরা। তাও আবার ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অবশ্য এমন আকাঙ্ক্ষিত সিরিজটি দেখা যাবে না কোনো টিভি চ্যানেলে। কারণ সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি দেশের কোনো টিভি চ্যানেলই। তবে খেলাগুলো দেখা যাবে বিসিবির ডিজিটাল প্লাটফর্ম (ইউটিউব চ্যানেলে) ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Exit mobile version