রয়্যাল রাম্বলে রেকর্ড গড়ে রেসলম্যানিয়ায় বেইলে

“সে (বেইলে) রেকর্ড গড়ে ৬৩ মিনিট ৩ সেকেন্ড লড়েছে… এবং এখন ফিলাডেলফিয়া তাঁকে ডাকছে। ২০২৪ রয়্যাল রাম্বল বিজয়ীকে অভিনন্দন। “

ট্রিপল এইচ

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউ.ডব্লিউ.ই) এর ২০২৪ সালের মেয়েদের রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছেন বেইলে। এতে করে চল্লিশতম রেসলম্যানিয়াতে রিয়া রিপলে কিংবা ইয়ো স্কাইকে চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি।

শনিবার রাতে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো রয়্যাল রাম্বল বিজয়ী হন বেইলে। তৃতীয় প্রতিযোগী হিসেবে রাম্বলে প্রবেশ করেন তিনি। সেখানে রেকর্ড গড়ে এক ঘন্টা তিন মিনিট তিন সেকেন্ড লড়াইয়ের পর তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। জয়ের লড়াইয়ে থাকা তাঁর শেষ প্রতিদ্বন্দ্বী ছিলেন লিভ মরগান।

ম্যাচের শেষ পর্যন্ত জয়ের লড়াইয়ে থাকা বেইলে, অভিষিক্ত জেড কারগিল এবং প্রত্যাবর্তন করা লিভ মরগান একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কারগিল মরগানের কাছে হারলেও খুব দ্রুতই বেইলের কাছে হার বরণ করেন মরগান।

ডব্লিউডব্লিউই পরে ঘোষণা দেয় যে মেয়েদের রয়্যাল রাম্বলে ১ ঘন্টা ৩ মিনিট ৩ সেকেন্ড লড়াই করে নতুন রেকর্ড গড়েছেন বেইলে।

বেইলের এমন জয়ের পর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে তাঁর সাথে একটি ছবি পোস্ট করে ট্রিপল এইচ লিখেছেন, “সে (বেইলে) রেকর্ড গড়ে ৬৩ মিনিট ৩ সেকেন্ড লড়েছে… এবং এখন ফিলাডেলফিয়া তাঁকে ডাকছে। ২০২৪ রয়্যাল রাম্বল বিজয়ীকে অভিনন্দন। “

এবার একটি সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন বেইলে। চল্লিশতম রেসলম্যানিয়াতে নিজের প্রতিপক্ষ হিসেবে মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন রিয়া রিপলে অথবা মেয়েদের চ্যাম্পিয়ন ইয়ো স্কাইকে লড়াইয়ের জন্য স্বাগত জানাতে হবে তাঁকে। অবশ্য রয়্যাল রাম্বল গড়ার সময়ে বেইলে বলেছিলেন যে, রেসলম্যানিয়াতে স্কাইকে নয় বরং রিপলেকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি।

নিজের ক্যারিয়ারে এবারই প্রথম একক লড়াইয়ে টাইটেলের জন্য লড়বেন বেইলে। ফিলাডেলফিয়ার “লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে” রেসলম্যানিয়া অনুষ্ঠিত হবে আগামী ৬ এবং ৭ এপ্রিল।

Exit mobile version