রেকর্ড গড়া ম্যাচে টাইগ্রেসদের হার

অপরাজিত ৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজকে সহজ এনে দেন হ্যালি ম্যাথিউজ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিক দলের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসজয়ী বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায়। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক দলের মেয়েরা।

বাংলাদেশ ও ক্যারিবীয় নারীদের দুই ইনিংস মিলিয়ে এসেছে ২৮৯ রান। দুই দলের মধ্যকার কোন টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

১৪৫ রানের টার্গেটে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নেন দুই ক্যারিবীয় ব্যাটার অধিনায়ক হ্যালি ম্যাথিউজ ও কিয়ানা জোসেফ। ২৯ রান করা কিয়ানা আউট হওয়ার পর ওয়ান ডাউনে খেলতে নামা শিমেইনে ক্যাম্পবেলে তিন রানে ফিরে যান।

৭৩ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হ্যালি ও দেন্দ্রা দোতিন। হ্যালি অপরাজিত ৬০ ও দোতিন অপরাজিত ৫১ রান করেন।

বড় পরাজয়ের ম্যাচেও টাইগ্রেসদের পক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন ফাহিমা খাতুন। তিন ওভার বল করে এক মেডেনসহ ১৫ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া শারমিন আক্তার ৩৭, দিলারা আক্তার ১২, সোবহানা মোস্তারি ২২ ও স্বর্ণা আক্তার অপরাজিত ৭ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

টস : বাংলাদেশ (ব্যাটিংয়ের সিদ্ধান্ত)

বাংলাদেশ : ১৪৪/৩ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ : ১৪৫/২ (১৬.৫ ওভার)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

Exit mobile version