শ্রীলঙ্কায় গেলো নারী ‘এ’ দল

দুইটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় রওনা দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর এটি। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই এই দলের সদস্য।

অবশ্য জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই দলের সদস্য হলেও, ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। কলম্বোয় ওয়ানডে দিয়ে লঙ্কানদের বিপক্ষে লড়াই শুরু আগামী ৮ সেপ্টেম্বর।

লঙ্কান মেয়েদের বিপক্ষে দু’টি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচের পর ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে কলম্বোর থ্রুস্টানে।

কলম্বোতে পি সারা ওভালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ সেপ্টেম্বর। একই ভেন্যুতে ১৩ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব। ১৭ সেপ্টেম্বর থ্রুস্টানে হবে চতু্থ টি-টোয়েন্টি। এর ১৯ সেপ্টেম্বর ৫ম ও শেষ ম্যাচ হবে কলম্বোর কল্টস ক্রিকেট ক্লাব মাঠে।

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।

Exit mobile version