শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের

চলতি সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। সিরিজটি সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘এ’ দলের সফর হলেও দলের বেশিরভাগ সদস্যই জাতীয় দলের। যেখানে আছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তবে এই দলের নেতৃত্বে থাকবেন রাবেয়া খান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই সিরিজটি খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কায় দুইটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১২, ১৩, ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

বাংলাদেশ নারী ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার।

Exit mobile version