সৌদি আরবের রিয়াদে চলমান ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে আরেকটি পদক পেয়েছে বাংলাদেশ। এবার উশু থেকে ব্রোঞ্জ জিতেছেন শিখা খাতুন। ৫৬ কেজি শ্রেণীর প্রতিযোগিতার সেমিফাইনালে তিনি মিশরের প্রতিযোগীর কাছে হেরে যান। তবে এর আগেই আজারবাইজানের প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে ওঠার মাধ্যমে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক।
উশুর প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠতে পারলেই পদক নিশ্চিত হয়ে যায়। কিন্তু ৬০ কেজি ক্যাটাগোরিতে এবার ব্যতিক্রম হচ্ছে। সেই বিভাগে বাংলাদেশের সাকি আক্তার সেমিফাইনালে উঠেছেন আগেই। তবে তার পদক নিশ্চিত করতে হলে সেমিফাইনালেও জিততে হবে।
এর কারণ হচ্ছে ৬০ কেজি ক্যাটাগোরির প্রতিযোগিতায় মাত্র ৬ জন অংশ নিয়েছেন এবার। স্ট্যান্ডার্ড মান হচ্ছে অন্তত ৮ জন প্রতিযোগী অংশ নিতে হবে। প্রতিযোগী কম থাকার কারণে এই বিভাগে ৩টি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি। অর্থাৎ তৃতীয় স্থান অর্জনকারীকেই শুধু ব্রোঞ্জ দেওয়া হবে এখানে।
সাকি আক্তারকে পদক জয়ের জন্য তিউনিসিয়ার প্রতিপক্ষকে হারাতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















