বাংলাদেশের নারী ফুটবল দল ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে। এই জয়ে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলার নারীরা। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়া মেয়েরা পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তবে, এমন সাফল্যকে “মিরাকল” বা অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
দীর্ঘদিন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান থাকা কিরণ গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেন, দেশের ফুটবলের অবকাঠামোগত দুর্বলতার মধ্যেও মেয়েদের এমন সাফল্য সত্যিই বিস্ময়কর। কিরণ বলেন, “বাফুফের পক্ষে একা দেশের ফুটবলের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। মাঠের অবস্থা ভালো নয়, অনুশীলনের জায়গা নেই। এই অবস্থা থেকে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো হওয়ার কথা না। এভাবে কিছু না থাকা অবস্থায় এমন জয় মিরাকলের মতো!”
নারী ফুটবলের সাফল্যের মধ্যেও বাফুফের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা বিশেষত নারী খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বকেয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিরণ জানান, এসব সমস্যা সমাধানে বাফুফে সর্বোচ্চ চেষ্টা করলেও সরকারী সহায়তা ছাড়া উন্নতি সম্ভব নয়। দেশের ফুটবলের সামগ্রিক উন্নতির জন্য তিনি সরকারকে বাফুফের পাশে থাকার আহ্বান জানান।
কিরণের মতে, নারী ফুটবলের জন্য বিশেষ অবকাঠামো এবং অর্থায়ন বৃদ্ধি করতে পারলে এ সাফল্য ধরে রাখা সহজ হবে।