সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনার জন্য বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উপলক্ষে বাফুফে ভবনে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাহী কমিটির সদস্য ও ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন এবং জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে আনুষ্ঠানিক অভিনন্দন পত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বাফুফে’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে অভিনন্দন পত্র প্রদানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক কাকলী জাহান আহম্মেদ, পরিচালক-কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স সাঈদা খানম এবং অতিরিক্ত পরিচালক খন্দকার ইফতেখার হাসান।
বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের এই অর্জন নারী ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে। সাফ চ্যাম্পিয়ন হয়ে দলটি দেশের নারী ফুটবলের সাফল্য ও ক্ষমতায়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সম্মাননা দেশের ক্রীড়াঙ্গনের প্রতি ব্যাংকিং খাতের দৃষ্টিভঙ্গি এবং ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমন অর্জনে সম্মানিত হওয়ার ফলে দল ও সংগঠকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চারিত হবে। ফুটবলের মতো বৈশ্বিক খেলায় নারীদের এই সফলতা দেশের জন্য অত্যন্ত গর্বের এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের পথে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।