দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এ অর্জন দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়ন দলের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদেরকে বরণ করতে উপস্থিত ছিলেন দলীয় সমর্থক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সংবাদমাধ্যমের লোকজন।
নারী ফুটবলারদের জন্য এবারেও ছাদখোলা বাসের বিশেষ ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে করে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চক্রবর্তীসহ গোটা দল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পৌঁছাবে। তাদের বরণে বিমানবন্দর ও বাফুফে ভবন এলাকায় ছিল জমজমাট আয়োজন এবং সেজে উঠেছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে।
গণমাধ্যম কর্মীরা এই সাফল্য উদযাপনে সরাসরি অংশগ্রহণ করেন এবং খেলোয়াড়দের সাথে সাক্ষাৎকার ও ছবি তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। দেশজুড়ে এই বিজয় উদযাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উচ্ছ্বাস। দেশের ক্রীড়ামোদীদের মাঝে এই অর্জন বিশেষভাবে অনুপ্রেরণার সৃষ্টি করেছে এবং বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরো শক্তিশালী করার স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই মহান সাফল্যে দেশবাসী যেমন গর্বিত, তেমনি ভবিষ্যতে নারীদের ফুটবলে বাংলাদেশ আরও অনেক সাফল্যের পথে এগিয়ে যাবে এমনটাই আশা সকলের।