সাফ শিরোপা রক্ষার মিশনে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ দল এখন নেপালের কাঠমন্ডুতে। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ যাত্রা। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন লাল-সবুজের মেয়েরা।

অধিনায়ক সাবিনা আক্তার জানিয়েছেন, এবারের সাফের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “কয়েকমাস ধরে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সাফে সব দলই প্রতিযোগিতাপূর্ণ, তবে আমরা আত্মবিশ্বাসী।” সাবিনা, যিনি গত আসরে চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় ছিলেন, এবারও তার লক্ষ্য দলকে সর্বোচ্চ সহায়তা করা।

সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে বাংলাদেশ রয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে সাবিনারা। গ্রুপ পর্বে সেরা দুইয়ের মধ্যে থাকলে সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতিমধ্যেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে ২০২২ সালের শিরোপাজয়ী দলের অধিকাংশই রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড কৃষ্ণারানি সরকার।

নারী সাফের সপ্তম আসরটি টানা তৃতীয়বারের মতো নেপালে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের লক্ষ্য এবারও শিরোপা ধরে রাখা। আগের আসরে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জয় করেছিল বাংলাদেশ। ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এবারও সাবিনার নেতৃত্বে বাংলাদেশ তাদের মিশন শুরু করতে প্রস্তুত।

এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: রুপনা চাকমা, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার

ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, কোহাতি কিসকু

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানি, মোসাম্মৎ মুনকি আক্তার

ফরোয়ার্ড: আইরিন খাতুন, সুমাইয়া মাতসুশিমা, সানজিদা আক্তার, রিতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানি সরকার ও মোসাম্মৎ সাগরিকা

Exit mobile version